নিজস্ব প্রতিবেদন : সুপ্রিম কোর্টের রায়ে মলয় ঘটককে দিল্লিতে ডেকে জেরা করার ইডির আবেদন খারিজ। কয়লা কেলেঙ্কারি মামলায় দীর্ঘদিন ধরেই মলয় ঘটক ছিলেন ইডির নজরে। আগে দিল্লি হাই কোর্ট কলকাতায় জেরার অনুমতি দিয়েছিল, যা চ্যালেঞ্জ করে ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। শুক্রবার প্রধান বিচারপতি ডিওআই চন্দ্রচূড়ের বেঞ্চ ১৮১ দিন পরে ইডির আর্জি খারিজ করে।
কয়লা কেলেঙ্কারিতে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ
২০২৩ সালে দিল্লি হাই কোর্ট মলয় ঘটককে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল। ইডি একাধিকবার রাজ্যের আইনমন্ত্রীকে তলব করলেও, দিল্লির পরিবর্তে কলকাতায় জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দেয় আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইডির আবেদন খারিজ হয়ে যায়।