"সিবিআই এর মুখোশ খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট", কেন এমন মন্তব্য করলেন কুনাল ঘোষ?

সিবিআই কে সুপ্রিম কোর্টের কড়া ভাষায় জবাব দেওয়া নিয়ে মন্তব্য করে কুনাল ঘোষ বলেন, ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে সিবিআই এর সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রভাব আছে।

author-image
Debapriya Sarkar
New Update
Kunal ghosh

নিজস্ব প্রতিবেদন : সিবিআই কে সুপ্রিম কোর্টের কড়া ভাষায় জবাব দেওয়া নিয়ে সম্প্রতি কুনাল ঘোষ বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে সিবিআই এর সিদ্ধান্তের রাজনৈতিক প্রভাব আছে এমনটা মন্তব্য করেছেন তিনি। 

kunal ghj.jpg

উল্লেখিত প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন, "ভোট পরবর্তী হিংসা একুশের মামলা নিয়ে সিবিআই বলতে গেছিল পশ্চিমবঙ্গ থেকে মামলা সব সরিয়ে নিয়ে যাওয়া হোক অন্য রাজ্যে। মহামান্য সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত যা বলেছেন তাতে এটি আদালতের অবমাননার সমান। একসঙ্গে এতগুলো পশ্চিমবঙ্গের সব ভোট মানে সেখানে সিবিআই ন্যায়বিচার পাচ্ছে না এটা হতে পারে না। এই ধরনের কথা, যে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যেতে হবে এটা আদালত অবমাননার সমান। এই কথাগুলো কারা বলছিল? বাংলার বাইরে নিয়ে যাব; এগুলো সব কিছু বিজেপি পরিচালনা করছিল। বিজেপি পরিচালিত এই সমস্ত দাবী দাওয়া। বিজেপি তার কথাগুলো সিবিআইকে দিয়ে বলাচ্ছে। সেই জায়গা থেকে সুপ্রিমকোর্ট আজ অত্যন্ত কড়া ভাষায় সিবিআইয়ের মুখের উপর জবাব দিয়েছে।"