নিজস্ব প্রতিবেদন : ২০১৬ সালে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও, বিভিন্ন আইনী জটিলতার কারণে ২০১৯ সাল থেকে এটি থমকে ছিল। অবশেষে, ২৮ আগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথি চট্টোপাধ্যায় এসএসসি-কে ১৪,৫২ শূন্য পদের নিয়োগের জন্য সবুজ সংকেত দেন। এর আওতায়, নতুন মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়।
নতুন মেধা তালিকার ভিত্তিতে পুনরায় কাউন্সেলিং হবে, যেখানে নির্ধারিত হবে কে কোন স্কুলে যাবে। এই নিয়োগ প্রক্রিয়া আগামী আট সপ্তাহের মধ্যে, অর্থাৎ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। তবে, ২০১৯ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে কিছু পরীক্ষার্থী কাট অফ মার্কসের কারণে সুযোগ হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন। কাট অফ মার্কসের উপরে নম্বর পেয়েও অনেকেই এসএসসির নিয়োগ ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন।
কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলার বিষয়েও উল্লেখ করা হয়েছে। বিচারক বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, ওই মামলার সমাধান না হওয়া পর্যন্ত এসএসসি সংক্রান্ত বিষয়গুলিকে ডিসমিস হিসেবে রাখা হবে। এই প্রেক্ষাপটে, উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন আশার আলো দেখা দিয়েছে, তবে আইনী জটিলতা সমাধানের অপেক্ষা রয়ে গেছে।