'জিততে পারোনি, হেরে গেছো মাথা নিচু নয়, উঁচু করে ইস্তফা দিয়েছো'! বেফাঁস অখিল গিরির পুত্র

অখিল গিরির পুত্র লিখলেন বাবাকে উদ্দেশ্য করে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
supra

নিজস্ব সংবাদদাতা: তাজপুরে মহিলা রেঞ্জ অফিসারকে অকথা-কুকথা বলার জন্য আলোচনায় উঠে আসেন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি। তারপর তৃণমূল নেতৃত্বের তরফ থেকে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে অথবা পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ আসতেই গতকাল অখিল গিরি স্বেচ্ছায় পদত্যাগ করেন। 

1670947380_lead-akhil-abp

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন অখিল গিরি। আজ মুখ্যসচিবকেও পাঠিয়ে দিয়েছেন সেই পত্র। পাশাপাশি তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেও আধিকারিকের কাছে চাইবেন না ক্ষমা। এই নিয়ে প্রাক্তন মন্ত্রীর পুত্র সুপ্রকাশ গিরি করলেন বিশেষ পোস্ট। সুপ্রকাশ ফেসবুকে লেখেন, 'যাক অন্তত দুর্নীতির দায়ে মন্ত্রী সভা থেকে বরখাস্ত হতে হয়নি , সাসপেন্ড হতে হয়নি বা ইস্তফা দিতে হয়নি , অসহায় গরীব দলিত পরিবারের মানুষদের জন্য লড়াই করতে গিয়ে জিততে পারোনি , হেরে গেছো |  মাথা নিচু নয় , উঁচু করে ইস্তফা দিয়েছো . Hat's off বাবা'