নিজস্ব সংবাদদাতাঃউপযুক্ত নিরাপত্তা দেওয়া যাচ্ছে না এমনটা দাবি করেই গতকাল কলকাতা পুলিশ বাতিল করে দিয়েছে রবিবারের মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ডুরান্ড ডার্বি ম্যাচ। আজ সেই মাঠের লড়াই পথে। দুই দলের সমর্থকেরা আজ খালি হাতেই প্রতিবাদে নেমেছে। সল্টলেকে যুবভারতীতে ডার্বি বাতিল হলেও থামছে না প্রতিবাদ।
প্রতিবাদের রঙ আজ সবুজ-মেরুন আর লাল-হলুদ। আজ একসাথে পথে নেমেছেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা। সুবিচারের দাবিতে পথে দুই প্রধানের সমর্থকরা। ইতিমধ্যেই সল্টলেক স্টেডিয়াম চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ডার্বি ঘিরেই এক হল ইলিশ-চিংড়ি।
দুই দলের সমর্থকেরা পথে নেমে প্রতিবাদ শুরু করেছে। তাদের মুখে একটাই স্লোগান- ‘উই ওয়ান্ট জাস্টিস’। দুই দলের সমর্থকরা জানিয়েছে, নিরাপত্তা না বাড়িয়ে ডার্বি বাতিল কেন? খালি হাতে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে এসেছি আমরা। ডার্বির দিন এত পুলিশ মোতায়েন থাকে না। এই পরিমাণ পুলিশ দিয়ে খুব সহজে ম্যাচ করানো সম্ভব ছিল। সুবিচার চাওয়ার জন্য ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে।