আমেরিকা কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য দেশের জন্য শুল্ক হার নির্ধারণ করবে, বললেন ট্রাম্প!
ভারত-পাকিস্তান সংঘাত মার্কিন স্বার্থে নয়, বললেন নিরাপত্তা বিশেষজ্ঞ!
"পাকিস্তান বেলুচিস্তানের ৮০% নিয়ন্ত্রণ হারিয়েছে, সেনাবাহিনী টহল দিতেও ভয় পাচ্ছে"! বালুচ নেতার বড় দাবি
BREAKING: গয়া নয়, পাল্টে গেল নাম!
জেলেনস্কি-পুতিন বৈঠকই পরবর্তী লক্ষ্য! দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী
রাশিয়া-ইউক্রেন আলোচনা "প্রত্যাশার চেয়েও বেশি ইতিবাচক"! বললেন তুর্কি কর্মকর্তা
রাশিয়া কিছু "অগ্রহণযোগ্য" কথা বলেছে, দাবি করল ইউক্রেন
পুতিন-ট্রাম্প বৈঠক অপরিহার্য, তবে আগাম প্রস্তুতির প্রয়োজন এবং ফলাফল চাই!
রাশিয়া ও ইউক্রেন আলোচনা শেষ! যুদ্ধবিরতিতে পৌঁছাতে ব্যর্থ

ডার্বি বাতিল হলেও থামছে না প্রতিবাদ! দুই বাঙ্গালির একই স্বর- ‘জাস্টিস ফর আরজি কর’

দুই দলের সমর্থকেরা আজ খালি হাতেই প্রতিবাদে নেমেছে। সল্টলেকে যুবভারতীতে ডার্বি বাতিল হলেও থামছে না প্রতিবাদ।

author-image
Probha Rani Das
New Update
eastbengal mohunbagann.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ উপযুক্ত নিরাপত্তা দেওয়া যাচ্ছে না এমনটা দাবি করেই গতকাল কলকাতা পুলিশ বাতিল করে দিয়েছে রবিবারের মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ডুরান্ড ডার্বি ম্যাচ। আজ সেই মাঠের লড়াই পথে। দুই দলের সমর্থকেরা আজ খালি হাতেই প্রতিবাদে নেমেছে। সল্টলেকে যুবভারতীতে ডার্বি বাতিল হলেও থামছে না প্রতিবাদ।

প্রতিবাদের রঙ আজ সবুজ-মেরুন আর লাল-হলুদ। আজ একসাথে পথে নেমেছেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা। সুবিচারের দাবিতে পথে দুই প্রধানের সমর্থকরা। ইতিমধ্যেই সল্টলেক স্টেডিয়াম চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ডার্বি ঘিরেই এক হল ইলিশ-চিংড়ি।

দুই দলের সমর্থকেরা পথে নেমে প্রতিবাদ শুরু করেছে। তাদের মুখে একটাই স্লোগান- ‘উই ওয়ান্ট জাস্টিস’। দুই দলের সমর্থকরা জানিয়েছে, নিরাপত্তা না বাড়িয়ে ডার্বি বাতিল কেন? খালি হাতে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে এসেছি আমরা। ডার্বির দিন এত পুলিশ মোতায়েন থাকে না। এই পরিমাণ পুলিশ দিয়ে খুব সহজে ম্যাচ করানো সম্ভব ছিল। সুবিচার চাওয়ার জন্য ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে।