তিনি একটি নিরাপদ, হাই প্রোফাইল চাকরি ছেড়ে দিল্লির মুখার্জি নগর এবং রাজেন্দ্র নগরের গলিপথে সংগ্রাম করেছেন। অর্থের পিছনে দৌড়ানো তাঁর উদ্দেশ্য ছিল না। মানুষের সাথে দেখা করা এবং সমাজের সেবা করাই তাঁর উদ্দেশ্য। আগ্রায় তাঁর বাড়ি থেকে তিনি সর্বভারতীয় সিভিল সার্ভিসে যোগদানের স্বপ্ন দেখেছিলেন। এএনএম নিউজের এডিটর-ইন-চিফ অভিজিৎ নন্দী মজুমদারের সঙ্গে একটি একান্ত সাক্ষাৎকারে দক্ষিণ কলকাতার এসএসপিও সুকৃতি গুপ্তা তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।