গ্রেফতার হতে পারেন, ভয়ে হাইকোর্টে সুখেন্দু শেখর রায়

তাঁর এই পোস্টের পরই লালবাজার থেকে দু-দুবার ডাক পান সুখেন্দু শেখর রায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1666495668_sukhendu-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। মেয়েদের রাত দখল কর্মসূচীতে সম্পূর্ণ সহমতপোষণ করেছিলেন তিনি। যা নিয়ে দলের মধ্যেই শোরগোল পড়ে যায়। আর তারপর শনিবারে গভীর রাতে তাঁর করা ট্যুইট দলের মধ্যে বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি বলেছিলেন, “আরজি কর কাণ্ডে সিবিআই-এর উচিত প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা। তাহলে অনেক তথ্য সামনে আসবে”।

11_10_2021-sukhendu_rai_22104492
File Picture

এক্স হ্যান্ডেলে তাঁর এই পোস্টের পরই লালবাজার থেকে দু-দুবার ডাক পান সুখেন্দু শেখর রায়। যদিও শরীর অসুস্থ বলে, আরও খানিকটা সময় চেয়ে সেই হাজিরা পর্ব এড়ান সাংসদ। কিন্তু এমন ঘটনায় বেশ ভয় পেয়েছেন তিনি। তাই আজ হাইকোর্ট খুলতেই গ্রেফতারি এড়াতে চেয়ে আবেদন জানালেন সুখেন্দু শেখর রায়। আগামীকাল রয়েছে তাঁর এই মামলা। সেই দিকে চোখ থাকবে সকলেরই।

Sukhendu-Sekhar-Ray-TMC-MP-Police-summon
File Picture

India Post Advertisement Rakhi_300x250

Adddd