আশাহত হয়েছে বাংলার মানুষ, বললেন সুকান্ত

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতির মামলা অন্য বিচরপতির বেঞ্চে গেলেও দুর্নীতিবাজরা রেহাই পাবেন না বলেই আশাবাদী সুকান্ত। তিনি বলেন, ''যে তৃণমূল নেতারা ভাবছেন হাঁফ ছেড়ে বাঁচলাম, তাদের বাঁচার কোনো কারণ নেই। ''

author-image
Pallabi Sanyal
New Update
sukanta

সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি, বিজেপি

নিজস্ব সংবাদদাতা : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দুর্নীতির মামলা স্থানান্তরের সুপ্রিম নির্দেশ অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ''সুপ্রিম কোর্টের রায় নিয়ে কিছু বলার এক্তিয়ার না থাকলেও আশাহত হয়েছে বাংলার মানুষ। বিচারপতি গঙ্গোপাধ্যায় যেভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন তা মানুষ ভালো চোখে দেখেছিল। মানুষ চাইতো তিনি এভাবেই লড়াই চালিয়ে যান।কিন্তু সুপ্রিম কোর্টের রায় আমাদের মানতে হবে।''

মামলা অন্য বিচারপতির বেঞ্চে গেলেও দুর্নীতিবাজরা রেহাই পাবেন না বলেই আশাবাদী সুকান্ত।  তিনি বলেন, ''যে তৃণমূল নেতারা ভাবছেন হাঁফ ছেড়ে বাঁচলাম, তাদের বাঁচার কোনো কারণ নেই। অপেক্ষা করুন। জেলে যেতেই হবে। দুদিন আগের জায়গায় দুদিন পরে। বিচার হয় আইন দিয়ে। বিচারপতিরা আইন অনুযায়ী নির্দেশ দেন। ''