নিজস্ব সংবাদদাতা: ভোট পরবর্তী অশান্তি শুরু বাংলায়। রবিবার নদিয়ার কালীগঞ্জে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন মৃতের পরিবার। ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য এই পরিণতি বলে দাবি করছে পরিবার। এদিকে পারিবারিক বিবাদের জেরে খুন হয়েছেন বলে পাল্টা দাবি করছে শাসক দল। এর মধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। তারা অনুমান করছে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজনীতি যুক্ত নয়।
এই পরিপ্রেক্ষিতে বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'কলকাতা, নদিয়া, বসিরহাটে ভোট পরবর্তী হিংসা চলছে। বিজেপি ক্ষমতায় এলে উত্তর প্রদেশ ট্রিটমেন্ট হবে। এনকাউন্টার হবে'।