গ্রেফতারিটা আমাকে দিয়ে শুরু হোক, কেন বললেন বিজেপি নেতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখাল বিজেপি। বিজেপি টুইট করে জানায়, 'সুকান্ত মজুমদার কে দিয়ে করুন, দেখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের কত দম আছে।'

author-image
Tamalika Chakraborty
New Update
123

নিজস্ব সংবাদদাতা:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেছিলেন, 'ওরা আমাদের চার জনকে গ্রেফতার করলে, আমরা আট জনকে গ্রেফতার করব।' মুখ্যমন্ত্রীর মুখে এই বদলার কথা শুনে তীব্র প্রতিক্রিয়া দেখাল বিজেপি। বিজেপি একটি টুইট করে সুকান্ত মজুমদারের বক্তব্য তুলে ধরে। বিজেপি দাবি করে, সুকান্ত মজুমদার থেকে গ্রেফতারির শুরুটা হোক। 

শুক্রবার টুইটারে সুকান্ত মজুমাদের একটি ভিডিও পোস্ট করা হয়। লেখা থাকে, 'যদি দম থাকে শুরুটা সুকান্ত মজুমদার কে দিয়ে করুন, দেখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের কতো দম আছে।' এরপরেই সুকান্ত মজুমদারের উক্তি উল্লেখ করা থাকে টুইটারে, 'আমাকে বাদ দিয়ে অন্য কোনো নেতাকে জেলে ঢোকালে আমরা আদালতে গিয়ে তাকে বের করে আনবো, কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস আছে বিজেপি কোনো নেতা চাকরি চুরি, গরু পাচার, কয়লা চুরি বা কোনো কিছুর সাথে যুক্ত নেই। '