'সুকান্তকে বলো'! হাতে নাতে ফল! দেখুন ভিডিও

১০০ দিনের টাকা নিয়ে হূলস্থূল কাণ্ড। ভাইরাল বিজেপির রাজ্য সভাপতির নম্বর। একের পর এক মেসেজ আসছে ফোনে। ব্য়াপক সাড়া মানুষের।

author-image
Pallabi Sanyal
New Update
sukantaa cbse.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ১০০ দিনের কাজের টাকা বকেয়া। দিল্লিতে ধর্নার পর রাজভবনের সামনে ধর্না অবস্থানে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ তুলে তিনি সকলকে জানিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মোবইল নম্বর দুটি। রাজীব বন্দ্য়োপাধ্যায়কে নির্দেশ দেন তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতে। কেন টাকা পাচ্ছে না মানুষ তার জবাব সুকান্ত সরাসরি দেবেন, তাকে মানুষের প্রশ্নের মুখে পড়তে হবে তৃণমূলের মতো এটাই চেয়েছিলেন অভিষেক। এ নিয়ে তৃণমূল বনাম বিজেপি কম রাজনৈতিক যুদ্ধ হয়নি। ফোন নম্বর ভাইরালর হওয়ার পর দিদিকে বলোর স্টাইলে অভিষেকের চালু করা 'সুকান্তকে বলো' কর্মসূচিও হিট! তৃণমূলকে খোঁচা দিয়ে ব্যাপক সাড়া পাওয়ার কথা ও ব্যাপক ফোন কল, মেসেজ পাওয়ার কথা জানিয়েছেন বজেপির রাজ্য সভাপতি। তিনি হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিন শট তুলে ধরেছেন। পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। ভিডিওয় দেখা যাচ্ছে সুকান্তকে টাকা দিতে বারণ করা হয়েছে। টাকা দিলে চোরের দল হজম করে নেবে বলেও উল্লেখ রয়েছে। অনেকেই লিখেছে, তাদের কষ্ট হলেও টাকা যেন তৃণমূলের হাতে ছাড়া না হয়। সুকন্ত চ্যাট ফাঁস করতেই তোলপাড় রাজ্য রাজনীতি।

 

 

hiren