বিনীত গোয়েলের পদত্যাগ, নইলে মানুষ মুখ্যমন্ত্রীকে তার পদ থেকে সরাবে: সুকান্ত মজুমদার

সুকান্ত মজুমদারের বড় দাবি।

author-image
Anusmita Bhattacharya
New Update
vineet goyal mamata bnerjee

নিজস্ব সংবাদদাতা: আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেফতার করার প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই দুজনকেই আর জি কর মেডিকেল কলেজের ধর্ষণ-খুন কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাট এবং দেরিতে এফ আই আর- এর কারণে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সন্দীপ ঘোষকে আর জি কর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছিল।

ওঃ

এই বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, "আজকে যে গ্রেফতার করা হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ৷ বিশেষ করে টালা থানার স্টেশন ইনচার্জের গ্রেফতার...ধর্ষণ ও হত্যা মামলায় কারচুপির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিল... আমার প্রশ্ন, একজন ছোট থানা ইনচার্জ কিএমন সিদ্ধান্ত নিতে পারেন? তিনি নিশ্চয়ই ওপর থেকে নির্দেশ পেয়েছেন...স্বাভাবিকভাবেই শীর্ষস্থানীয় ব্যক্তিদের গ্রেফতার করা উচিত...বিনীত গোয়েলের এখনই পদত্যাগ করা উচিত নয়তো পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীকে তাঁর পদ থেকে সরিয়ে দেবে"।

cp vineetgoyal

এদিকে আজ মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করতে গিয়েছিল জুনিয়র ডাক্তাররা। তবে তারা ব্যর্থ হয়ে আবার ফিরে গিয়েছে আন্দোলনে।

mamata arrest