উপনির্বাচনে শূন্য পাবে তৃণমূল, ৪ আসন বিজেপির! হয়ে গেল ঘোষণা

উপনির্বাচনে ৪-০ গোলে খেলা ঘোরানোর আশায় বুক বাঁধছেন সুকান্ত মজুমদার।

author-image
Aniruddha Chakraborty
New Update
sukantakl1.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোটের পর শনিবার বঙ্গ বিজেপির প্রথম বড় বৈঠক হয়। এবারের ভোটে বাংলা থেকে আশানুরূপ ফল হয়নি বিজেপির। কিন্তু ভোটের ফলাফলের কোনও কাটাছেঁড়া হল না শনিবার বঙ্গ বিজেপির সান্ধ্য-বৈঠকে। বরং বৈঠকে অনেক বেশি ফোকাস পেল আসন্ন চার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী বাছাই। বাগদা, মানিকতলা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ- চার আসনের জন্য প্রতিটিতে তিন জন করে সম্ভব্য প্রার্থী বাছাই করা হয়েছে। সব মিলিয়ে চার বিধানসভা কেন্দ্রের উপভোটের জন্য ১২টি প্রস্তাবিত নাম পাঠানো হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। উপনির্বাচনে অন্তত তিনটি আসনে জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এমনকী চারে চার হওয়ায় সম্ভাবনাও খোলা রাখছেন তিনি।

শনিবার বঙ্গ বিজেপির সান্ধ্য-বৈঠকের পর সুকান্ত মজুমদার বললেন, "এবারও অন্তত তিনটি আসন (বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ) দখলে রাখব। চারটি আসনেও জিততে পারি। মানিকতলাতে আমরা মাত্র তিন হাজার ভোটে পিছিয়ে রয়েছি। সেটাও শুধুমাত্র হয়েছে শান্তিরঞ্জন কুণ্ডুর বদমায়েশি ও গুন্ডামির জন্য। শান্তিরঞ্জন কুণ্ডু টাইট হলে সব ঠিক হয়ে যাবে। তবে কুণ্ডুবাবুরও জেনে রাখা উচিত, একদিন না একদিন ওঁরও সময় আসবে।"

Add 1