নিজস্ব সংবাদদাতা: চব্বিশের লোকসভা নির্বাচনের আগে অন্নপূর্ণা যোজনার কথা ঘোষণা করে বিজেপি। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবে এই প্রকল্পের ঘোষণা করেছিল পদ্ম শিবির। এবার এই নিয়েই বড় ঘোষণা বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের।
সোমবার কাটোয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে অন্নপূর্ণা যোজনা নিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত বলেন, 'বিজেপি করি বলে সুকান্ত মজুমদারের সভায় এলাম, ভাষণ শুনলাম, গল্প করলাম আর বাড়ি গেলাম, এটা করলে চলবে না। আমাদের সবাইকে ১০০ জন করে সদস্য সংগ্রহ করতে হবে। তাহলে গিয়ে বাংলা ফের তার পুরনো গৌরব ফিরে পাবে'। এরপরেই অন্নপূর্ণা যোজনা নিয়ে তিনি বলেন, 'মহিলারা নিরাপত্তা পাবেন। সেই কারণে মহিলাদের গিয়ে বোঝান, অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেতে হলে বিজেপির ফর্ম ফিল আপ করুন'। সুকান্তর এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য। যারা বিজেপির সদস্য হবেন না, তাঁরা এই স্কিমের টাকা পাবেন এটাও উঠছে প্রশ্ন। পদ্ম শিবিরের দাবি, সুকান্তর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। গেরুয়া শিবির বলছে যে বিজেপির সদস্যপদ নিয়ে দলকে ক্ষমতায় আনলে রাজ্যের মহিলারা ৩০০০ টাকা করে পাবেন।