কাটমানি-মুখ্যমন্ত্রী মমতা-'ভূতের মুখে রাম নাম, নাটক', কটাক্ষ সুকান্তর

মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

author-image
Aniruddha Chakraborty
New Update
mamata sukanta dig.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ কাটমানির অভিযোগ বঙ্গ রাজনীতিতে নতুন কিছু নয়। অতীতে একাধিকবার বাংলায় কাটমানির অভিযোগ উঠে এসেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজে কাটমানি খাওয়ার অভিযোগ উঠে এসেছে শাসক দলের বিরুদ্ধে। এই জাতীয় অভিযোগ মূলত বিরোধী শিবিরের থেকেই এতদিন উঠে এসেছে। তবে এবার নবান্নের প্রশাসনিক বৈঠকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় উঠে এল কাটমানি খাওয়ার অভিযোগের তত্ত্ব। সূত্রে খবর, এই নিয়ে গতকালের বৈঠকে উষ্মাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "এটা ভূতের মুখে রাম নামের মতো। কাটমানি কখন হয়? যখন মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা কাটমানিকে বৈধতা দেন, তখনই হয়। এই রাজ্যে তো সেটাই চলছে। আইএএস-আইপিএসদের দিয়ে রাজনৈতিক কাজ করান মুখ্যমন্ত্রী। তার লাভ নেন আইএএস-আইপিএসরা। পুরো বিষয়টা নাটক।"

Add 1