নিজস্ব সংবাদদাতা: আজ হাইকোর্টের নির্দেশে শ্যামবাজারে ধর্নায় বসেছে গেরুয়া শিবির। বিষয়বস্তু একটাই, ‘আরজি করের ঘটনায় তাড়াতাড়ি বিচার চাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’। এদিন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে এই ধর্না কর্মসূচী। তার মধ্যেই নয়া কর্মসূচীর কথা জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার।
এদিন তিনি বলেন, বাড়ির লক্ষ্মীদের কথা ভাবুন। আর সেই ভাবনা নিয়ে আগামীকাল অর্থাৎ লক্ষ্মীবারে বাড়ির লক্ষ্মীর জন্যে পথে নামুন সকলে। সুকান্তর কথায়, ‘দলীয় পতাকা হাতে নিতে হবে না, আমরাই নেব। আপনারা এমনিই নামুন। বাড়ির মেয়েটিকে রক্ষা করার জন্যে’। মূলত, আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে বিজেপির। সেখানেই সাধারণ মানুষদের যোগ দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।