নিজস্ব সংবাদদাতা : এবার এসএসসি (SSC) ইস্যুতে ফের একবার বড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য সরকারকেও একহাত নিলেন সুকান্ত মজুমদার। আজ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক কালো দিন। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার সম্পূর্ণভাবে দায়ী।
/anm-bengali/media/media_files/2024/12/22/gDTfaQnLAT5PFiH7ElGB.webp)
ওরা চুরি করেছে বলেই আজ এই শিক্ষকরা চাকরি হারিয়েছেন। এত মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়েছে।” এরপর তিনি বলেন, ''শিক্ষকদের প্রতি পুলিশের ব্যবহারও ঠিক নয়। প্রতিটি লাঠিচার্জের হিসেব রাখা হচ্ছে। বিজেপি সরকার গঠন করলেই এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতিটি লাঠিচার্জের হিসেব রাখা হচ্ছে ! এসএসসি (SSC) ইস্যুতে বড় মন্তব্য করলেন সুকান্ত মজুমদার
এবার এসএসসি (SSC) ইস্যুতে ফের একবার গর্জে উঠে বড় মন্তব্য করলেন সুকান্ত মজুমদার।
নিজস্ব সংবাদদাতা : এবার এসএসসি (SSC) ইস্যুতে ফের একবার বড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য সরকারকেও একহাত নিলেন সুকান্ত মজুমদার। আজ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক কালো দিন। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার সম্পূর্ণভাবে দায়ী।
ওরা চুরি করেছে বলেই আজ এই শিক্ষকরা চাকরি হারিয়েছেন। এত মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়েছে।” এরপর তিনি বলেন, ''শিক্ষকদের প্রতি পুলিশের ব্যবহারও ঠিক নয়। প্রতিটি লাঠিচার্জের হিসেব রাখা হচ্ছে। বিজেপি সরকার গঠন করলেই এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”