নিজস্ব সংবাদদাতা: একেই রাজ্যে একের পর এক দুর্নীতির মুখোশ খুলছে। এবার আবার বিদ্যুতের বিল নিয়ে সোচ্চার বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন। লিখলেন, 'তৃণমূলের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার আগস্ট-সেপ্টেম্বরে সর্বনিম্ন বিদ্যুতের বিল ২১১ টাকা থেকে ৪২৩ টাকা অর্থাৎ দ্বিগুণেরও বেশি করেছে। এটি টিএমসি স্পনসরকৃত চাঁদাবাজির আরেকটি উদাহরণ। আমরা বাংলার জনগণের কাছ থেকে টাকা আদায়ের এই পন্থার তীব্র নিন্দা জানাচ্ছি'।
সুকান্ত মজুমদার টুইটারে কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে অমিত সাহা নামক এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, 'এই মাস থেকে বিলের নির্দিষ্ট চার্জ দ্বিগুণ হয়েছে। যেটা ১৫৮ টাকা ছিল সেটা ৩২৩ টাকা আর যেটা ২১১ টাকা ছিল সেটা ৪২৪ টাকা হয়েছে। আর কেউ যদি বাড়িতে না থাকে অর্থাৎ আগে তিন মাসে ১০ ইউনিট বিল হলে ১০০ টাকা মতো নিত কিন্তু এখন কমপক্ষে তিন মাসে ৭০০ টাকা দিতেই হবে সে যত কম বিল উঠুক না কেন'।