নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ রাজনীতিতে ফের বিতর্কিত মন্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিম সম্প্রতি বিজেপির বিরুদ্ধে এক মন্তব্যে "মাল" শব্দটি ব্যবহার করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেন। হাকিম দাবি করেন, তিনি বিজেপিকে "মাল" বলে উল্লেখ করেছেন, কিন্তু বিজেপি নেত্রীর বিষয়টি উল্লেখ করেননি। তবে, তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এদিকে, তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্র এই বিতর্কে সরাসরি হাকিমের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। মদন মিত্র বলেন, "বিজেপি তো মাল-ই, মাল ছাড়া আর কিচ্ছু তারা হতে পারে না।" তাঁর এই মন্তব্যের পর রাজনীতির মাঠে উত্তেজনা আরও বাড়ে। তৃণমূলের নেতাদের ভাষায়, বিজেপি এখন শুধু একধরনের মালিকানায় আটকে রয়েছে, তাদের মধ্যে কোনো নীতি বা আদর্শ নেই।
এছাড়া, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মদন মিত্রকে কটাক্ষ করে বলেন, "মদন মিত্র এখন শুধুই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত।" তিনি আরও বলেন, "মদন মিত্র মাল ভালোবাসেন, তিনি সারাদিন মাল নিয়েই থাকেন"।
ফিরহাদ হাকিমের বক্তব্যের পর, তিনি একাধিক বার এই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে জানান যে, তার উদ্দেশ্য কখনোই বিজেপি নেত্রী বা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করা ছিল না। তবে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই ভাষাগত আক্রমণপ্রত্যাঘাত নতুন রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে।