জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে বড় ঘোষণা! কী বললেন সুকান্ত মজুমদার

সুকান্ত মজুমদার জুনিয়র চিকিৎসকদের সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিজেপি কর্মীদের।

author-image
Tamalika Chakraborty
New Update
sukanta


নিজস্ব সংবাদদাতা: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কেন্দ্র করে বড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সরাসরি চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে বিজেপির রাজ্যসভাপতি  সুকান্ত মজুমদার ডাক্তারদের যে কোনও কর্মসূচিতে বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে বলেন। 

১০ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন। সেই আন্দোলনেই জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশনের ডাক দিয়েছেন। আট দিন প্রায় অতিক্রান্ত। কিন্তু সরকারের তরফে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি বলে জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করেছেন। শনিবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসক অনুস্টুপ  ও অলোক। অলোক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তাঁকে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, জুনিয়র চিকিৎসক অনুস্টুপ মুখোপাধ্যায়কে শনিবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজে অনুষ্টুপ মুখোপাধ্যায়কে ভর্তি করা হয়। অনুষ্টুপ মুখোপাধ্যায়ের অসহ্য পেটের যন্ত্রণা, রক্তক্ষরণ ও কালো পায়খানা হচ্ছিল। মেডিক্যাল কলেজেই অনুষ্টুপ পড়াশোনা করছেন। তাঁর অধ্যাপকরা রবিবার সকালে দেখা করতে আসেন। অনুষ্টুপ তাঁদের সঙ্গে কথা বলেন। অনুষ্টুপের বাবা এদিন মেডিক্যাল কলেজে এসেছেন। ছেলের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। তবে চিকিৎসকরা বলেছেন, অনুষ্টুপ মুখোপাধ্যায়ের অসম্ভব মনের জোর। এখনও সেই জোর অটুট রয়েছে। চিকিৎসকরা আশা করছেন, এই মনের জোর অনুষ্টুপকে দ্রুত সুস্থ করে তুলবে। অনিকেত মাহাতো আরজি করে ভর্তি রয়েছেন। বর্তমানে অনিকেতের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। 
আগেই অনিকেত মাহাতোকে ভর্তি করা হয়েছিল আইসিইউতে। আরজি করে অনিকেত মাহাতোকে ভর্তি করা হয়। তবে বর্তমানে অনিকেত মাহাতো স্থিতিশীল। 

 

1 1 1

 tamacha4.jpeg