জ্বলছে কলকাতা! কী বললেন দমকল মন্ত্রী?

শুক্রবার সন্ধ্যায় কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
জ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে কলকাতার চাঁদনী মার্কেটের কাছে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্রে খবর, এদিন সন্ধ্যায় ৮ নম্বর মদন স্ট্রিটে ই-মলের ঠিক পাশে একটি অফিস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তে দেখা যায় দাউদাউ করে জ্বলে উঠে অফিসের একটি ঘর। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই ব্য়াপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। কলকাতার ডিভিশনাল ফায়ার অফিসার নিহারঞ্জন রায় জানিয়েছেন, 'বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগুন নেভানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।' 

আগুন লাগার বিষয়ে শুক্রবার রাতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, "বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, শীঘ্রই আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হবে। ঘটনাস্থলে ৫টি দমকলের গাড়ি রয়েছে এবং আমরা আরও ২ টি দমকলের গাড়ি ডেকেছি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।"