বিজেপিতে মন্ত্রী সুজিত বসু? জল্পনা তুঙ্গে

ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুজিত বসু।

author-image
SWETA MITRA
New Update
sujit basu.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসুর বাড়িতে পুরসভার চাকরি কেলেঙ্কারির অভিযোগে তল্লাশি চালায় টানা ১৪ ঘণ্টা। পশ্চিমবঙ্গের পরিকল্পনা ও পরিসংখ্যান প্রতিমন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায়ের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। এদিকে ম্যারাথন তল্লাশির পর বাড়ি থেকে বেরিয়ে বড় মন্তব্য করেন সুজিত বসু। এরপর থেকেই সকলেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তবে কি বিজেপিতে নাম লেখাতে চলেছেন সুজিত বসু কোনওভাবে? গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত বসু বলেন, ‘শুভেন্দুর মতো গাঁড়ল দলে থাকলে বিজেপি কোনওদিন উন্নতি করতে পারবে না। ওকে বিজেপি দলে রেখেছে বকবক করার জন্য। বিজেপির সব লোক খারাপ আমি কখনই বলবো না।‘ এদিকে সুজিত বসুর এই ‘বিজেপির সব লোক খারাপ নয়’ মন্তব্যকে ঘিরেই শুরু হয়ে যত জল্পনা। প্রশ্ন উঠছে, তবে কি তিনি বিজেপিতে নাম লেখাতে চলেছেন?