সুজিত বসুর গাড়িকে ঘিরে জনগণের স্লোগান! রেগে লাল মন্ত্রী

সুজিত বসুর গাড়িকে ঘিরে স্লোগান। ক্ষেপে বাল মন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
byyju78

নিজস্ব সংবাদদাতা: একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব পুজো কার্নিভাল হচ্ছিল। তখন সেই সময় ধর্মতলায় হচ্ছিল দ্রোহ কার্নিভাল। আর একদিকে হচ্ছিল জুনিয়র চিকিৎসকদের ডাকে মানববন্ধনের ডাক দিয়েছিলেন। সেই মানব বন্ধনের মধ্যেই শ্রীভূমির ট্যাবলো ও সুজিত বসুর গাড়ি ঢুকে পড়ে। সেই সময় জনগণ সুজিত বসুর গাড়িকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন। 

মঙ্গলবার মন্ত্রীর গাড়ি  দেখেই ক্ষুব্ধ হয়ে যায় মানববন্ধনে উপস্থিত লোকজন। তাঁরা স্লোগান দিতে শুরু করেন।এদিকে মন্ত্রীর দাবি গাড়ি লক্ষ করে বোতল ছোঁড়া হয়েছিল। এমনকী চলন্ত গাড়ির পেছনে চড় থাপ্পড়ও দেন কেউ কেউ। তবে মন্ত্রী থামেননি। তিনি দ্রুত গাড়ি নিয়ে এলাকা ছাড়েন।  ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখান মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সবারই আছে। কিন্তু এটা কী ধরনের অসভ্য়তা। গাড়িতে আক্রমণ করবে? ওদের থেকে আমাদের পুজো লোক অনেক বেশি ছিল। ওখানে যদি পালটা হত তাহলে কী ভালো হত! আমি চাইনি পুজোর মধ্য়ে ঘটনাটা বাড়তে দিতে। 

 tamacha4.jpeg