শ্রীভূমি স্পোর্টিংয়ের দুর্গাপুজোর জনপ্রিয়তা মনে করাতে হবে না

রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কাকভোরে তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযান। শুধু রাজনীতিই নয়, এর বাইরেও নানা কর্মকাণ্ডে বছরভর দেখা যায় সুজিত বসুকে। সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিংয়ের দুর্গাপুজোর জনপ্রিয়তা রাজ্যবাসীকে নতুন করে মনে করাতে হবে না।

আয়ের উৎস ব্যবসা ও ব্যাঙ্কে জমানো টাকার সুদ

২০২১ সালে বিধানসভা ভোটের আগে তিনি নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দেন, তাতে ২০১৫ সালের পর থেকে ক্রমশ বেড়েছে আয়। ২০১৫-১৬ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ২০,১৫,৬৫০ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে তা বেড়ে ৩৬,০৮,৭৬০ টাকা হয়। পরের অর্থবর্ষেই যা বেড়ে দাঁড়ায় ৬০,১৪,১৬০ টাকা। হলফনামায় সুজিত জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থবর্ষে তাঁর স্ত্রীর বার্ষিক আয় ছিল ১৬ লক্ষ ৫৭ হাজার ৩৯০ টাকা। ২০১৯-২০ সালে তা কমে দাঁড়ায় ৩ লক্ষ ৩৯ হাজার ৯৫০ টাকা। আয়ের উৎস হিসেবে হলফনামায় সুজিত জানিয়েছেন, তাঁর আয়ের উৎস ব্যবসা ও ব্যাঙ্কে জমানো টাকার সুদ। আর তাঁর স্ত্রীর আয়ের উৎসও ব্যবসা ও ব্যাঙ্কে জমানো টাকার সুদ।