বড় খবরঃ এসএসকেএমে হাজির ইডি, ফের বুকে ব্যাথা শুরু সুজয়কৃষ্ণের!চরম নাটক

অনেকদিন ধরে ইডি সুজয়কৃষ্ণের কন্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা করছে। বারবার বাধা পাচ্ছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।

author-image
Aniruddha Chakraborty
New Update
sujayk

file pic

নিজস্ব সংবাদদাতাঃ সাতসকালে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি এসএসকেএম হাসপাতালে। নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যেতে শুক্রবার সকালে হাজির হয় ইডি আধিকারিকরা। ওয়ার্ডের বাইরে অপেক্ষায় কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে ইএসআই হাসপাতালের মেডিকেল অফিসার। ‘কালীঘাটের কাকু’র কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে তাঁকে নিয়ে যাওয়া হবে ইএসআই হাসপাতালে। সব প্রস্তুতি সারা। কিন্তু দেখা নেই ‘কাকু’র। হাসপাতাল সূত্রে খবর, রাত থেকে আবার বুকে ব্যাথা শুরু হয়েছে সুজয়কৃষ্ণের। রাতেই কেবিন থেকে তাঁকে স্থানান্তর করা হয়েছে কার্ডিওলজির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। ১৮ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

hire