'কালীঘাটের কাকু'র বাড়িতে CBI! চলে যেতেই হেসে ফেললেন TMC নেতা

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জট খুলছে সিবিআই। আজ কালীঘাটের কাকুর বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। তল্লাশি শেষ হতেই তৃণমূল নেতা জানালেন কী কী নিয়ে গেছে সিবিআই আধিকারিকরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
sujay

নিজস্ব সংবাদদাতা: কালীঘাটের কাকু (Kalighat Kaku) বলেই এখন তিনি পরিচিত। সেই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujay Krishna Bhadra) বেহালার বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি (Investigation) চালাল সিবিআই (CBI)। সকাল সাড়়ে ৯টা নাগাদ সিবিআই আধিকারিকরা তল্লাশি শুরু করেন। দুপুর ২ টো নাগাদ বেরিয়ে আসেন তাঁরা। ঠিক তারপরে একগাল হাসি দেখা গেলো সুজয়কৃষ্ণ ভদ্রের মুখে। জানিয়েছেন যে কিছু নগদ টাকা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একটি অ্যাডমিট কার্ড ও তাঁর দুটি মোবাইল ফোন সিবিআই নিয়ে গেছে (Seize)।