BREAKING: আবার ধাক্কা খেলেন কালীঘাটের কাকু!

রুদ্ধদ্বার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা কন্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেন। তারপরই ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে সুজয়কৃষ্ণের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করে নেওয়া হয়।

author-image
Anusmita Bhattacharya
New Update
x

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অনেক চেষ্টা-চরিত্রের পর সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের নমুনা পেল ইডি। এবার তদন্তের জন্য সেটা খতিয়ে দেখবে কেন্দ্রীয় সংস্থা। কন্ঠস্বর মেলাতে পারলে নিয়োগ দুর্নীতির অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে, অনুমান তদন্তকারীদের। সেই কন্ঠস্বর নিয়ে মামলা করেও রেহাই পেলেন না নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ‘কালীঘাটের কাকু।’ কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। অর্থাৎ কন্ঠস্বর পরীক্ষায় কোনও বাধা থাকল না। তবে ট্রায়ালে সেই কন্ঠস্বর প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন তোলে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।