রাজ্যে জরুরী অবস্থা'র পদধ্বনি! কাঠগড়ায় তৃণমূল

গতকাল বৃহস্পতিবারই সংগ্রামী যৌথ মঞ্চে চাকদহ নাট্যজনের জগাখিচুড়ি নাটক প্রদর্শিত হয়। এদিকে বৃহস্পতিবারই কল্যাণী পুরসভার তরফে চিঠি দেওয়া হয় চাকদহ নাট্যজনকে।

author-image
SWETA MITRA
New Update
জরুরী অবস্থা'র পদধ্বনি! কাঠগড়ায় তৃণমূল.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ এবার রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত নাট্য উৎসব বাতিল করা হয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে যত বিতর্ক। আজ শুক্রবার বাম নেতা সুজন চক্রবর্তী সামাজিক মাধ্যমে লেখেন, ‘এতো জরুরী অবস্থা'রই পদধ্বনি!! সরকারের অনৈতিকতা অসভ্যতা এবং দূর্নীতির বিরুদ্ধে নাটক করার অপরাধে চাকদা নাট্যোৎসবের অডিটোরিয়াম সরকারি অজুহাতে বাতিল করা হলো।। ধরা পড়ে গেছে তৃনমূলের বাহিনী। ভয় পেয়েছে, তাই ভয় দেখাতে চায়। সর্বস্তরের প্রতিবাদ জরুরী।'