নিজস্ব সংবাদদাতাঃ ফের মেট্রোতে যাত্রীদের সমস্যা। সূত্র মারফত জানা গিয়েছে আজ রবিবার মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। আরও জানা গিয়েছে যে, কলকাতার শোভাবাজার মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষে ব্যহত হয়েছে মেট্রো পরিষেবা।
/anm-bengali/media/post_banners/4PXu1GzPYInuPplHlSnw.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, প্রায় ৩৫ মিনিট পরিষেবা বন্ধ ছিল দমদম এবং সেন্ট্রালের মাঝের লাইনে। তারপরে ধীরে ধীরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
/anm-bengali/media/post_banners/m2aGHeOrKfFWojHeWxsj.jpg)