দুর্নীতি মামলায় আজ সুদীপ্ত রায়কে ফের তলব

আর আজ ফের ডাক পেলেন ইডির কাছ থেকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Sudipta Roy

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর ঘটনায় গত মঙ্গলবার চিকিৎসক বিধায়ক ডঃ সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তল্লাশি চালানোর পর তিনটি ফোন বাজেয়াপ্ত করে নিয়ে চলে যায় ইডির আধিকারিকরা। এরপর গতকাল সেই ফোনের লক খোলার জন্যে ডেকে পাঠানো হয় বিধায়ককে। ডঃ সুদীপ্ত রায়ের সাথে সিজিওতে যান তাঁর দুই কন্যা। আর তারপর পাক্কা দীর্ঘ ৭ ঘণ্টা পর সিজিও ছাড়েন বিধায়ক। আর আজ ফের ডাক পেলেন ইডির কাছ থেকে।

ইডির কর্মকর্তারা মূলত আরজি করের ঘটনায় তার জড়িত থাকা এবং ফোনের তথ্য নিয়ে তদন্ত করছেন। তাই গতকালের পর আজও সেই সংক্রান্ত বিষয় নিয়েই চলছে জিজ্ঞাসাবাদ।

CGO

ইডি সূত্রের খবর অনুযায়ী, সুদীপ্ত রায়ের কল লিস্টে থাকা ব্যক্তিদেরও তদন্তের স্বার্থে ইডি ডেকে পাঠাচ্ছে। সুদীপ্ত রায় বলেছেন, ইডি চাইলে তাদের সঙ্গে কথা বলতেই পারে। 

এদিন প্রথমে সিজিওতে আসেন ডঃ সুদীপ্ত রায়ের বড় মেয়ে। তিনি বলেন ফোন সংক্রান্ত কিছু তথ্য দেওয়ার জন্যেই তিনি আজ এসেছেন। তবে তখনও জানা যায়নি বিধায়ক নিজে আসবেন কি না? পরে অবশ্য দেখা যায় বিধায়ক নিজেও এসেছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও সিজিও থেকে বের হননি ডঃ সুদীপ্ত রায়। 

Adddd