সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো ৭ দিনের!

চট্টোপাধ্যায়দের এই পুজো ঢাকার বিক্রমপুর থেকেই শুরু হয়েছে। সচরাচর যে পুজো হয় ৪ দিনের সেই পুজো এখানে হয় না। এই সেলিব্রিটি পুজো হয় ৭ দিনের জন্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
sudipapuja1

নিজস্ব সংবাদদাতা: ‘সুদীপার রান্নাঘর’- এর সুবাদে সুদীপা সকলের পরিচিত হয়ে উঠেছেন। সুদীপা এই জগতে প্রবেশ করেন মূলত সংবাদ ঘোষিকা হিসাবে। ব্যক্তিগত জীবনে বেশ ব্যক্তিত্বের অধিকারী  এবং সবাই বলেন তিনি বেশ অহংকারীও বটে। চট্টোপাধ্যায় বাড়ির পুজো গত কয়েক বছর ধরে সেলিব্রিটি পুজো হিসেবে বেশ নাম করেছে। টলিউডের একটা অংশকে নিয়মিত পুজোর দিনগুলোতে সুদীপার বাড়িতে ভোগ খেতে যেতে দেখা যায়। প্রসেনজিৎও বাদ পড়েন না। 

পুজো হয় সাত দিনের। চতুর্থী থেকে দশমী পর্যন্ত পুজোর প্রধান বৈশিষ্ট্য হল যে পঞ্চমী ও ষষ্ঠীর পুজো হয় বৈষ্ণব মতে আর সপ্তমীর পুজো হয় শৈব মতে। কোনও এক পুরান মতে সপ্তমীর দিন মহাদেব শ্বশুরবাড়ি আসেন। তাই সেইদিনের পুজো হয় শৈব মতে। আর শেষে হয় শাক্তমতে পুজো। এই পুজোকে ‘ত্রিধারা’ পুজো বলা হয়।

rectify impact.jpg