নিজস্ব সংবাদদাতা: সকালের দিকে বনধের চেনা ছবি ধরা না পড়লেও, বেলা বাড়তেই দেখা মিললো বনধের চেনা ছবির। বনধ সমর্থকদের প্রতিবাদ আর তা উচ্ছেদ করতে পুলিশের ধরপাকড়। এবার এই দৃশ্যই দেখা গেল হাজরা মোড়ে। হাজরা মোড়ে যখন এসইউসিআইয়ের কর্মী-সমর্থকেরা আরজি করের ঘটনার প্রতিবাদ দেখাচ্ছিল, ঠিক সেই সময় পুলিশ এসে তা উচ্ছেদ করার চেষ্টা করে। আর তখনই উত্তেজনা ছড়ায়।
File Picture
এসইউসিআইয়ের কর্মী সমর্থকদের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে কলকাতা পুলিশ। SUCI-এর মহিলা কর্মীরা রাস্তায় বসে পড়েন বিক্ষোভ দেখাতে। আর তাঁদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে মহিলা পুলিশ কর্মীরা। ফলে পরিস্থিতি অল্প কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর রূপ নেয়। রাস্তায় শুয়ে পড়েল মহিলা কর্মীরা। তাঁদের ওপর বলপ্রয়োগও করা হয়।