নিজস্ব সংবাদদাতা: আরজি কর ঘটনার প্রতিবাদে আজ ১২ ঘন্টার বনধ্ ডেকেছে বাম সংগঠন SUCI। সকাল ৬টা থেকে শুরু হয়েছে সেই বনধ্। চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। আজ সপ্তাহের শেষ কর্ম ব্যস্ততম দিন। অথচ বনধ্ হওয়ায় রাস্তায় প্রভাব পড়েছে বেসরকারি বাসের ক্ষেত্রে। যেহেতু সরকার বনধের বিপক্ষে গিয়েছে তাই রাস্তায় সরকারি বাসগুলি নেমেছে। কিন্তু বেসরকারি বাস না থাকায় সমস্যায় পড়ছেন অফিস যাত্রীরা।
অন্যান্য দিনের তুলনায় আজ খানিকটা রাস্তায় যানজট কম আছে বলেই জানা যাচ্ছে। তবে দোকানপাট স্বাভাবিক নিয়মেই এদিন খোলা হয়েছে বলেই দেখা যাচ্ছে। জেলাগুলিতে বনধের মিশ্র প্রভাব পড়লেও, শহর কলকাতায় চিত্রটা স্বাভাবিকই।