শুরু হয়েছে SUCI-এর বনধ্‌, কেমন প্রভাব পড়ছে চলতি জীবনে?

বেসরকারি বাস না থাকায় সমস্যায় পড়ছেন অফিস যাত্রীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
howrah-bridge-4

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর ঘটনার প্রতিবাদে আজ ১২ ঘন্টার বনধ্‌ ডেকেছে বাম সংগঠন SUCI। সকাল ৬টা থেকে শুরু হয়েছে সেই বনধ্‌। চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। আজ সপ্তাহের শেষ কর্ম ব্যস্ততম দিন। অথচ বনধ্‌ হওয়ায় রাস্তায় প্রভাব পড়েছে বেসরকারি বাসের ক্ষেত্রে। যেহেতু সরকার বনধের বিপক্ষে গিয়েছে তাই রাস্তায় সরকারি বাসগুলি নেমেছে। কিন্তু বেসরকারি বাস না থাকায় সমস্যায় পড়ছেন অফিস যাত্রীরা।

SUCI.jpg
File Picture

অন্যান্য দিনের তুলনায় আজ খানিকটা রাস্তায় যানজট কম আছে বলেই জানা যাচ্ছে। তবে দোকানপাট স্বাভাবিক নিয়মেই এদিন খোলা হয়েছে বলেই দেখা যাচ্ছে। জেলাগুলিতে বনধের মিশ্র প্রভাব পড়লেও, শহর কলকাতায় চিত্রটা স্বাভাবিকই। 

bandh.jpg
File Picture

India Post Advertisement Rakhi_300x250

Adddd