'বুদ্ধবাবু যদি মেরে তুলে দিত তাহলে আজকে বাংলার এই সর্বনাশটা হত না', বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর

সিঙুরে টাটা কারখানার করুণ পরিণতির জন্য সিপিএম ও তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
Debapriya Sarkar
New Update
suvendu mamata

নিজস্ব প্রতিবেদন : সিঙুরে টাটা কারখানার করুণ পরিণতির জন্য সিপিএম ও তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সিঙুরে রতন টাটার স্মরণ সভায় তিনি সিপিএমের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তাদের কারণে তৃণমূল সুবিধা পেয়েছে।

suvendulie

শুভেন্দু বলেন, "সিপিএমের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ঢুকতে পেরেছিল। ১৩ হাজার লোকের জমি ছিল, যার মধ্যে ১১ হাজার জমির মালিক ক্ষতিপূরণ নিয়েছিলেন, কিন্তু ২ হাজার বর্গাদারকে সিপিএম ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছিল। তারা লাঠি মারার পর বর্গাদাররা সরে গিয়েছিল, যা বাংলার সর্বনাশ ডেকে এনেছে।" তিনি আরও দাবি করেন, "বুদ্ধবাবুর বড় ভুল ছিল। জাতীয় সড়ক বন্ধ করে ১৬ দিন এখানে বিক্ষোভ চলেছিল। যদি সঠিক পদক্ষেপ নেওয়া হত, তাহলে আজ বাংলার এই অবস্থা হতো না।"

Mamata

শুভেন্দু বলেন, "আমি তৃণমূলের বিধায়ক ছিলাম, কিন্তু আমি স্যান্ডুইচ ও চকোলেট খেয়ে অনশনে যাইনি। আমাদের অন্তরটা জ্বলছিল। টাটার মতো কারখানা ডিনামাইট দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল।" তিনি উল্লেখ করেন যে, সিপিএমের মুসলিম সমর্থকরা ভোট দেওয়ার সময় তৃণমূলকে সমর্থন করে, যার ফলে হিন্দু ভোট সিপিএম পায়। সভা থেকে সিপিএমের হিন্দু ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।