জয়নগর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ!

জয়নগর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলেন শুভেন্দু অধিকারী।

author-image
Tamalika Chakraborty
New Update
suvendu adhikari tmc.jpg

নিজস্ব সংবাদদাতা: জয়নগর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আরজি কর কাণ্ড থেকে প্রশাসন কোনও শিক্ষা নেয়নি। পুলিশের গাফিলতির জন্য ছোট্ট মেয়েটাকে প্রাণ দিতে হল। রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত প্রশাসন ও পুলিশকর্তারা সবসময় ব্যাখ্যা দিতে ব্যস্ত থাকেন। মহিলাদের সুরক্ষার কথা উঠলেই সিসিটিভি বসানোর কথা বলেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে সিসিটিভি বসানো হয় না। সেখান থেকে কোনও প্রমাণ পাওয়া যায় না। কোনও ঘটনা ঘটলে, পুলিশ সেই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেন তদন্তের বদলে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারীর। 

প্রসঙ্গত, জয়নগর থানার ক্লাস ফোরে পড়া এক ছাত্রী টিউশন থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে, পুলিশের কাছে সেই অভিযোগ জানাতে গেলে, তা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি। পরে বলা হয়, জয়নগর থানায় অভিযোগ জানাতে হবে। এরপর বাড়ির কাছে একটা জলাজমি থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয়। ওই নাবালিকার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নাবালিকার দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়ে জয়নগরের মানুষ। পুলিশ চৌকি ভাঙচুর করে। পুলিশ চৌকির সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশকে দেখে স্থানীয় মহিলারা ঝাঁটা হাতে তেড়ে আসেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন জয়নগর থানার আইসি। তণমূল সাংসদ সেখানে যেতেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন সাধারণ মানুষ। 

 tamacha4.jpeg