BIG BREAKING: 'হয় ক্ষমা চান না হলে পদত্যাগ'! মন্ত্রী অখিল গিরিকে নির্দেশ

মহিলা রেঞ্জারকে শাসানি এবং কুকথা রাজ্যের মন্ত্রীর। বড় বার্তা দিল তৃণমূল।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
1670947380_lead-akhil-abp

নিজস্ব সংবাদদাতা: গতকাল তাজপুরে এক মহিলা রেঞ্জ অফিসারের সঙ্গে অভব্য আচরণের কারণে এবার অখিল গিরিকে সরাসরি ফোন করলেন তৃণমূলের রাজ্যে সভাপতি সুব্রত বক্সি। তিনি নির্দেশ দিয়েছেন যে হয় ক্ষমা চাইতে হবে নিঃশর্তভাবে আর তা না হলে পদত্যাগ করতে হবে।West Bengal Minister Akhil Giri 'Threatens' Female Forest Officer, BJP  Shares Video | Times Now

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নির্দেশ আসার পরেই রেঞ্জার মনীষা সাউয়ের কাছে কারামন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হল।

Adddd