নিজস্ব সংবাদদাতা: গতকাল তাজপুরে এক মহিলা রেঞ্জ অফিসারের সঙ্গে অভব্য আচরণের কারণে এবার অখিল গিরিকে সরাসরি ফোন করলেন তৃণমূলের রাজ্যে সভাপতি সুব্রত বক্সি। তিনি নির্দেশ দিয়েছেন যে হয় ক্ষমা চাইতে হবে নিঃশর্তভাবে আর তা না হলে পদত্যাগ করতে হবে।/anm-bengali/media/post_attachments/87c7d7dcd406be03922b6e417a04652759d252d2adeb414d6d18de94e62a5c27.jpg?quality=100)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নির্দেশ আসার পরেই রেঞ্জার মনীষা সাউয়ের কাছে কারামন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হল।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)