নিজস্ব সংবাদদাতা : মহুয়া মৈত্রের জন্য সংসদের এথিক্স কমিটি নতুন তারিখ নির্ধারণ করতেই ফের শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টানলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। নদিয়ার সাংসদের আর্জি মেনেই তার দেওয়া সময়ের পরেই সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলা বিচারাধীন রয়েছে ৪-৫ বছর ধরে। কিন্তু মহুয়াকে নিয়ে কেন এত তাড়াহুড়ো করছে সংসদের নীতি কমিটি এবার সেই বিষয়ে প্রশ্ন তুলে দিলেন কুণাল।
মহুয়ার জন্য নতুন ডেট দিয়েছে সংসদের এথিক্স কমিটি। এ বিষয়ে কুণাল ঘোষ বলেন, "মহুয়া মৈত্রর কেস নিয়ে, আমি বিস্তারিত বলব না। আমাদের নেতা ডেরেক ও'ব্রায়েন বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। মহুয়া মৈত্র বলেছেন যে তিনি যোগ দেবেন। তিনি বলেছিলেন যে তিনি ৫ নভেম্বরের পরে এতে যোগ দেবেন। কেন এথিক্স কমিটি ২ নভেম্বরই দিন ঠিক করলো? এত তাড়াহুড়ো করছে কেন? শুভেন্দু অধিকারীর মামলা ৪-৫ বছর ধরে এথিক্স কমিটিতে বিচারাধীন রয়েছে । কিন্তু মহুয়ার জন্য, তারা এখনই ফলাফল চায়।"