নিজস্ব সংবাদদাতা: সোমবার জেলাগুলোতে পুজো কার্নিভাল রয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলকাতায় হবে পুজো কার্নিভাল। ইতিমধ্যে সিনিয়র চিকিৎসকরা দ্রোহ কার্নিভালের ডাক দিয়েছেন মঙ্গলবারই। অন্যদিকে, মঙ্গলবার কলেজস্ট্রিট থেকে ধর্মতলা অবধি মিছিল করবেন শুভেন্দু অধিকারী। তবে কোনও রকম দলীয় পতাকা ছাড়াই মিছিল করবেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, কোনও দলীয় পতাকা ছাড়াই এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই মিছিলে বিজেপির বিধায়ক ও সাংসদরা উপস্থিত থাকবেন। অন্যদিকে, পুলিশের তরফে জানানো হয়েছে, যেহেতু ধর্মতলায় পুজো কার্নিভাল ও দ্রোহ কার্নিভালের কর্মসূচি রয়েছেন। তাই বিজেপির এই মিছিল যেন সুবোধ মল্লিক স্কোয়ারেই শেষ করা হয়।
অন্যদিকে, ন্যায় বিচারের দাবিতে সিনিয়র চিকিৎসকরা দ্রোহ কার্নিভালের ডাক দিয়েছেন। মঙ্গলবার বিকেল চারটের সময় রানি রাসমনি সরনীতে। তবে রাজ্যের মুখ্যসচিব বার বার সেই কর্মসূচি স্থগিত রাখার অনুরোধ করেছেন সিনিয়র চিকিৎসকদের। কিন্তু সিনিয়র চিকিৎসকরা তাঁদের নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। আজকে মুখ্যসচিবের সঙ্গে সিনিয়র চিকিৎসকদের বৈঠক হয়। তবে সেই বৈঠক নিয়ে সিনিয়র চিকিৎসকরা কার্যত হতাশা প্রকাশ করেছেন। প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে কিন্তু লিখিত কোনও আশ্বাস পাওয়া যায়নি।