নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা এখনও কাটেনি। ক্যাম্পাসের ভেতরে চাপা উত্তেজনা রয়েছে বলে দাবি করছেন কেউ কেউ। এর মধ্যেই ফের আন্দোলনের পথে পড়ুয়ারা। শুক্রবার বিশ্ববিদ্যালয় চত্বর থেকে গোলপার্ক পর্যন্ত নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে।
এদিকে, ক্যাম্পাসে চলমান অচলাবস্থা নিয়ে কর্তৃপক্ষের উপর চাপ বাড়াতে কৌশলী পদক্ষেপ নিয়েছে আন্দোলনকারীরা। তারা জানিয়ে দিয়েছে, সোমবারের মধ্যে পরিস্থিতির সমাধান না হলে ‘অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন’-এর পথে হাঁটবে তারা।
পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে সোমবার দুপুর ১টার মধ্যে জরুরি ভিত্তিতে কর্মসমিতির বৈঠক ডাকতে হবে। কর্তৃপক্ষ যদি সেই সমস্যা সমাধানে ব্যর্থ হয়, তবে প্রশাসনিক ভবন ‘অরবিন্দ ভবন’-এর বেশিরভাগ দফতর বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তবে আন্দোলনকারী পড়ুয়ারা স্পষ্ট করেছেন যে এই ‘তালা বন্ধ’-এর সিদ্ধান্ত কোনওভাবেই পঠন-পাঠনের কাজে বাধা সৃষ্টি করবে না। তারা জানিয়েছে, ক্লাস এবং শিক্ষাগত কার্যক্রমের সঙ্গে যুক্ত দফতরগুলিকে এই প্রতিবাদের আওতার বাইরে রাখা হবে।
/anm-bengali/media/media_files/2025/03/07/uds2crBfAVgzEF1X5k6L.JPG)