লবণ হ্রদ বিদ্যাপীঠ: স্টুডেন্ট পাওয়ার

আজ এই প্রতিবেদনে আলোচনা হবে লবণ হ্রদ বিদ্যাপীঠকে নিয়ে।

author-image
SWETA MITRA
New Update
Bengali laban.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সে থাকে সুদূর বিদেশে। অনেক দিন পর জানতে পারে তাঁর সহপাঠী সাগর মারা গেছে এক দূরারোগ্য ব্যাধিতে। সাগরের বাবা-মা জীবিত। কিন্তু তারা যে বড্ড…হ্যাঁ তাঁদের কর্ম সংস্থান প্রায় নেই এবং তাঁদের সংসার চালানো খুবই অসুবিধাজনক। সেই অবস্থায় এগিয়ে আসে ছাত্রটি।

ছোটবেলার অনেক সুখ-দুঃখের সাথী যে সাগর; সেই সাগরের বাবা-মাকে এইরকম ভাবে অবহেলায় ছেড়ে রাখা যায়! তাই সে তাঁর ব্যবসার একটা প্রফিট পার্সেন্টেজ সাগরের বাবা-মাকে উৎসর্গ করে। সেই ব্যবসা থেকে যা লভ্যাংশ হবে, সেটি সাগরের বাবা-মার জন্যে রাখা থাকবে। 

এরকম অনেক ঘটনা নিয়ে তৈরি লবণ হ্রদ বিদ্যাপীঠ। কলকাতা বিধাননগরের এই স্কুল; তার দেওয়ালে দেওয়ালে কথা বলে, গল্প শোনায়। স্কুলের প্রধান শিক্ষক সজল কুমার মণ্ডল আরও অনেক এরকম গল্প শোনালেন এএনএম নিউজের এডিটর ইন চিফ অভিজিৎ নন্দী মজুমদারকে। আসুন আমরা দেখে নিই, শুনে নিই –