১১ই অক্টোবর রাত ১০ টা থেকে ১২ই অক্টোবর রাত ১০ টা- ২৪ ঘণ্টার প্রতীকী অনশন!

কাল প্রতিবাদের সময় কখন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-10-10 at 6.25.58 PM

নিজস্ব সংবাদদাতা: ফের প্রতিবাদ শুরু করছে নাগেরবাজারের মানুষ। আগামীকাল অর্থাৎ অষ্টমী-নবমী জুড়ে এই আন্দোলন চলবে।

এই প্রতিবাদের মূল দাবি জনতার সংহতিমূলক  অনশন: প্রশাসনের প্রহসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ

নাগের বাজারের সাধারণ জনগণ প্রশাসনের প্রহসনকে অস্বীকার করে ডাক্তারদের সমর্থনে ও ন্যায়ের দাবিতে নাগের বাজার তিলোত্তমা মোড়ে আগামী ১১ই অক্টোবর রাত ১০ টা থেকে ১২ই অক্টোবর রাত ১০ টা পর্যন্ত করবে ।

এই প্রতীকী অনশন শুধুমাত্র আর জি কর, পটাশপুর, জাত্রাগাছি, এবং জয়নগরে ঘটে যাওয়া নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে নয়, এটি আইন-শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদেও হবে বলে জানা গেছে। কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতার অপব্যবহারকারী অশুভ শক্তির বিরুদ্ধে জনতার সম্মিলিত ধিক্কার জানাতে সবাই আহ্বান জানানো হচ্ছে। অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলে দৃঢ় ঐক্য প্রকাশ করা হবে এই অনশনে।

তাদের উপস্থিতি অপরাধীদের জন্য বার্তা পাঠাবে যে, "আমরা জনসাধারণ সঙ্ঘবদ্ধ, অপরাধীরাও তাই হবে বাকরুদ্ধ।" তাদের দাবি অন্তত ১০ মিনিট সময় দিয়ে মঞ্চে দাঁড়িয়ে তাদের প্রতিবাদে শামিল হোক মানুষ কোনও ভয় বা চোখ রাঙ্গানির তোয়াক্কা না করেই কারণ সবাই একে অপরের পাশে।