বনবিভাগের কড়া নির্দেশ! দোলের দিন সোনাঝুরিতে বন্ধ বসন্তোৎসব

১১ মার্চ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ বসন্ত উৎসবে।

author-image
Jaita Chowdhury
New Update
Holi-In-White-Dress

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দোলের দিন সোনাঝুরি (Sonajhuri) জঙ্গলে এবছর বসন্তোৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবেন পর্যটকরা। বন দফতরের কড়া নির্দেশে সোনাঝুরি হাটে আবির খেলা (Abir Play), গাড়ি পার্কিং (Car Parking), ড্রোন ওড়ানো (Drone Flying) এবং ছবি তোলায় (Photography) সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বিশ্বভারতী (Visva Bharati) কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ মার্চ দোলের দিন বসন্তোৎসব হবে না। পরিবর্তে, ১১ মার্চ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে বসন্তোৎসব আয়োজন করা হবে।  

সোনাঝুরির খোয়াই হাট কমিটির সভাপতি তন্ময় মিত্র জানিয়েছেন, "বন দফতর নির্দেশ দিয়েছে, জঙ্গলে কোনও রকম আবির খেলা যাবে না (Abir Play Prohibited)। তাই এবার সোনাঝুরিতেও বসন্তোৎসব হচ্ছে না। দোলের দিন প্রচুর ভিড় হয় । যানজট হয় । জঙ্গল নষ্ট হয় । তাই এই সিদ্ধান্ত। তবে হাট খোলা থাকছে । সকলে হাটে আসতে পারবেন।"  

IUYFGXCHJN
ফাইল চিত্র

 ২০১৯ সালে শেষবার বিশ্বভারতীর আশ্রম মাঠে সর্বসাধারণের জন্য বসন্তোৎসব (Basanta Utsav) হয়েছিল। তবে অতিরিক্ত ভিড়ে  বিশ্বভারতীর সম্পদ নষ্ট হয়েছিল, ক্যাম্পাসে বস্তা বস্তা মদের বোতল (Liquor Bottles) এবং প্লাস্টিক (Plastic Waste) পড়ে ছিল। ঘটনার পর সমালোচনার ঝড় ওঠে । ২০২০ সালে কোভিড (COVID-19) পরিস্থিতির জন্য বসন্তোৎসব বন্ধ রাখা হয়। ২০২১ সালে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেন (Entry Restricted)।  

২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ইউনেস্কো (UNESCO) বিশ্বভারতীকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' (World Heritage) তকমা দেয়। তারপর থেকে ক্যাম্পাস এলাকায় বহিরাগতদের বসন্তোৎসবে প্রবেশ নিষিদ্ধ করা হয় । ১৪ মার্চ দোলের দিন এবারও সেই নিয়ম বহাল থাকছে । ১১ মার্চ যে বসন্তোৎসব হবে, সেখানেও বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে ।  

IOKJHGBVC
ফাইল চিত্র

 ২০২৪ সালে তৃণমূলের স্থানীয় নেতাদের উদ্যোগে সোনাঝুরি জঙ্গলে বসন্তোৎসব হয়েছিল। কিন্তু অতিরিক্ত ভিড় ও যানজটে বোলপুর শহর কার্যত স্তব্ধ হয়ে যায়। নষ্ট হয় জঙ্গলের পরিবেশও । বন সংরক্ষণ আইন  অনুযায়ী এবার সোনাঝুরি জঙ্গলে বসন্তোৎসব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ।  

বন বিভাগের ডিএফও রাহুল কুমার জানান, "বন সংরক্ষণ আইন অনুযায়ী সোনাঝুরি জঙ্গলে বসন্তোৎসব হওয়ার কথাই নয় । মানুষের ভিড়ে  জঙ্গল নষ্ট হয়, গাড়িও ঢোকে । তাই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ।" পর্যটক দেবস্মিতা রায় এবং অনুষ্কা নন্দী বলেন, "সোনাঝুরি হাটেও বসন্তোৎসব হচ্ছে না শুনে খারাপ লাগছে । দোলের টানে সবাই এখানে আসেন । তবে আশা করছি, পরেরবার বসন্তোৎসব আবার ফিরবে ।"