কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল- পঞ্চম সিজনে স্মরণে সলিল চৌধুরী

এবারের মিউজিক ফেস্টিভ্যাল সলিল সুরে মেতে উঠবে তা বলাই যায়। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
music photo-1475275166152-f1e8005f9854

File Picture

নিজস্ব সংবাদদাতা: সঙ্গীত মানবজাতির একটি সর্বজনীন ভাষা। চারদিকে পাখির কিচিরমিচির শব্দ, নদীর কুলকুল ধ্বনি, মন্দিরের পবিত্র সঙ্গীত, মসজিদের আজান সব মিলিয়ে সঙ্গীত সর্বত্রই বিদ্যমান। গ্রামের পথশিল্পীদের ভোরবেলা ভক্তিমূলক গান, বিয়ের অনুষ্ঠান বা ধর্মীয় উৎসব উদযাপন, ব্যান্ড পার্টির মিউজিশিয়ানদের মিউজিক যাদের অন্যতম প্রধান মঞ্চ হিসেবে পথকেই বিবেচনা করা যেতে পারে। সেই রকমই একটি মঞ্চ হল স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল। যেখানে পথেই শুরু হয় শ্রোতাদের মন জয় করার ফর্মূলা।

শহর কলকাতা এই মিউজিক ফেস্টিভ্যালের আগের চারটে সিজনের সাক্ষী থেকেছে। এই বছর ২৯ নভেম্বর,২০২৪ -এ পঞ্চম সিজনটি আয়োজন হতে চলেছে। শহরের একটি নামী রেস্তোঁরায় আয়োজন হবে এই মিউজিক ফেস্টিভ্যালটি। যে সকল সঙ্গীতশিল্পীরা গ্রাম থেকে শহরে রাস্তায় পারফর্ম করেন তারা এই উদ্যোগের মূল কান্ডারী, তেমনটা বলাই যায়।

WhatsApp Image 2024-11-27 at 07.49.09

তবে এবারের এই ফেস্টিভ্যালে অন্যতম আকর্ষণ থাকছে সলিল চৌধুরীকে শ্রদ্ধাজ্ঞাপন। অনুষ্ঠানে উপস্থিত সঙ্গীত শিল্পীরা তাঁদের নিজস্ব প্রতিভার মাধ্যমে সুরকার সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানাবেন। এবারের মিউজিক ফেস্টিভ্যাল সলিল সুরে মেতে উঠবে তা বলাই যায়। 

WhatsApp Image 2024-11-27 at 07.49.07