দ্রোহের কার্নিভাল রুখতে একী করছে রাজ্য! ক্ষেপে লাল সাধারণ মানুষ

দ্রোহের কার্নিভাল রুখতে পুলিশের অভিনব কৌশল। ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ।

author-image
Tamalika Chakraborty
New Update
্ীোপদ

নিজস্ব সংবাদদাতা:  সিনিয়র চিকিৎসকদের সংগঠন থেকে পুজো কার্নিভালের দিন দ্রোহের কার্নিভালের ঘোষণা করেছিলেন। রবিবার মুখ্যসচিব ইমেল করে সেই দ্রোহের কার্নিভাল স্থগিত করার আহ্বান জানান। কিন্তু সেই সময় চিকিৎসকরা সরাসরি ইমেল করে জানিয়ে দেন কোনওভাবেই দ্রোহের কার্নিভাল স্থগিত হবে না। সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পরেও মুখ্যসচিব একই বার্তা দেন। কিন্তু সিনিয়র চিকিৎসকরা নিজেদের অবস্থানে অনড়। এবার কঠিন পদক্ষেপ নিল রাজ্য। 

সোমবার দুপুরে দেখা গেল, রানি রাসমণি রোডে দাঁড়িয়ে আছে সারি সারি খালি বাস। কিন্তু খালি বাস এভাবে কেন রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছে, এই নিয়ে কোনও  উত্তর প্রশাসনের কাছে নেই।  সাধারণ মানুষ এবার প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি দ্রোহের কার্নিভাল রুখতেই  পুলিশ এই কৌশল অবলম্বন করেছে। বাস দিয়ে এমনভাবে ঘিরে রাখা হয়েছে, যাতে সেখানে কিছুই প্রবেশ করতে না পারে। রানি রাসমণি অ্যাভিনিউয়ের মূল সড়ক ব্যারিকেড করে রাখা হয়েছে। পুলিশও মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচিগুলি ঠিক যে জায়গায় হয়, সেই রাস্তা ধরেই দূরপাল্লার খালি বাসগুলি দাঁড়িয়ে আছে। ঘটনায় প্রশ্ন উঠেছে, দ্রোহের কার্নিভাল রুখতেই পুলিশ এই ব্যবস্থা নিয়েছে। ষষ্ঠীর দিন চিকিৎসকদের ‘পরিক্রমা’ আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সে দিন ধর্মতলায় বাস ও ট্যাঙ্কারের চাবি নিয়ে রাস্তা আটকে রাখার অভিযোগও ওঠে। অনেকেই বলছেন, এটা কলকাতা পুলিশের একটি পুরনো কৌশল।

 tamacha4.jpeg