ঘাম ঝরা গরমে দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন! বিবৃতি জারি CESC-র

ঘন ঘন লোডশেডিং! ক্ষুব্ধ গ্রাহকরা। প্রচন্ড গরমে চরম দুর্ভোগ। কী বলছে CESC? জারি হল বিবৃতি। গ্রাহকদের কাছে করা হয়েছে বিশেষ অনুরোধ। কী? জানতে পড়ুন প্রতিবেদনটি।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বর্ষা তো দূর দেখা নেই বৃষ্টির। রাজ্যে জারি তাপপ্রবাহের পরিস্থিতি। কাঠফাটা রোদে যখন নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, অন্যদিকে তখন ঘন ঘন লোডশেডিংয়ের ঘটনা ঘটছে শহরে। সোশ্যাল মিডিয়ায় হচ্ছে প্রতিবাদও। এসবের মাঝে এবার বিবৃতি জারি করলো CESC। সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ সংস্থার তরফে জানানো হয়েছে, 'তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে শহরে। অনেকটাই বেড়েছে তাপমাত্রা। বিগত বহু বছর ধরে আমরা সফলভাবে শহরের বিদ্যুতের চাহিদা মেটাতে পেরেছি। ১৬ জুন ২০২৩-র ২৬০৬ মেগাওয়াট বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা আমরা পূরণ করতে পেরেছি।'পাশাপাশি গ্রাহকদের কাছে এসি ব্যবহার নিয়েও বিশেষ অনুরোধ করেছে CESC। বলা হয়েছে, 'এই পরিস্থিতিতে, আমরা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের মূল্যবান গ্রাহকদের কাছে অনুরোধ করছি  এয়ার কন্ডিশনারগুলির ন্যায়সঙ্গতভাবে ব্যবহার করার জন্য এবং সিইএসসি অনুমোদিত বিদ্যুতের লোডসীমা বজায় রাখার জন্য। এটা আমাদের ওভারলোডিংয়ের সমস্যা থেকে মুক্তি দেবে। সঠিকভাবে পরিষেবা দিতে সাহায্য করবে। এই বিষয়ে আমরা আন্তরিকভাবে সকল গ্রাহকের সহযোগিতা চাই।'