শনিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় তার ওপর তৃণমূল বাহিনী হামলা চলায় বলে দবি করা হয়েছে ট্যুইট বার্তায়। শুভেন্দু এও উল্লেখ করেছেন যে গত এক বছরে এই নিয়ে তিনবার হামলা করা হল তার ওপর।
নিজস্ব সংবাদদাতা : হাসপাতালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি পটাশপুরের বিজেপি নেতা তাপস মাঝি। তার সঙ্গে হাসপাতালে দেখা করার পর বেশ কিছু ছবি ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় তার ওপর তৃণমূল বাহিনী হামলা চলায় বলে দবি করা হয়েছে ট্যুইট বার্তায়। শুভেন্দু এও উল্লেখ করেছেন যে গত এক বছরে এই নিয়ে তিনবার হামলা করা হল তার ওপর। আক্রান্ত বিজেপি নেতার দিকে পুলিশ সাহায্যের হাত বাড়ায়নি বলে সুর চড়িয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। অভিযোগ, পুলিশের তরফে কোনো সাহায্য মেলেনি। আক্রান্ত বিজেপি নেতাকে কলকাতায় নিয়ে আসেন দলেরই কর্মীরা। জখম কর্মীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু। সেই সঙ্গে হামলার কথা উল্লেখ করে পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করার পরামর্শ দেন বলে জানিয়েছেন তিনি।
Sri Tapas Majhi; BJP Leader from Patashpur; Purba Medinipur was brutally assaulted by TMC goons while returning home after attending a social event last evening. This is the 3rd attack on him in the past year. I met him at a Pvt Hospital in Kolkata & enquired about his health. pic.twitter.com/aiV6jjogId
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 16, 2023