বড় খবর: বকেয়া ডিএ দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী!

বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছেন সরকারি কর্মচারীরা। মামলা আদালতেও গিয়েছে। এবার এই নিয়ে বড় মন্তব্য করলেন এই রাজ্যের এক মন্ত্রী। এই নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatada

নিজস্ব সংবাদদাতা: সরকারি কর্মীদের (State Govt Employee) বকেয়া ডিএ (DA) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের কৃষিমন্ত্রী (Agriculture Minister) শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chatterjee)। তিনি দাবি করলেন, আন্দোলনকারীদের দাবি মতো বকেয়া ডিএ দিতে গেলে লক্ষ্মীর ভাণ্ডার (Lakkhir Bhandar), কন্যাশ্রী (Kanyashree), স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) মতো সামাজিক উন্নয়ন প্রকল্প বন্ধ করতে হবে। উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kawach) কর্মসূচিতে যোগ দিতে এসে এই মন্তব্যই করলেন তিনি। তাঁর প্রশ্ন, "গরিবের কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভাববেন, না কি যে সরকারি কর্মচারী ইতিমধ্যেই পাচ্ছেন তাঁকে একটু বেশি পয়সা দেবেন?"