মাধ্যমিক পাশ হলেই ১০ হাজার টাকা! বিরাট সিদ্ধান্ত নিলো মমতার সরকার

রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য রাজ্য সরকার নানা স্কলারশিপের আয়োজন করে থাকে। এবার জানা গেলো এই স্কলারশিপের মাধ্যমে ১০,০০০ টাকা পাবে পড়ুয়ারা।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatamoney

নিজস্ব সংবাদদাতা: আর কিছুদিন পরেই রাজ্যে মাধ্যমিক (Madhyamik) এবং উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ফলাফল আসবে। একের পর এক স্কলারশিপের (Scholarship) সুবিধা দিচ্ছে রাজ্য। এর নাম “নবান্ন স্কলারশিপ” (Nabanna Scholarship)। এটি “উত্তরকন্যা স্কলারশিপ” (Uttarkanya Scholarship) নামেও পরিচিত। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতকস্তরের (Graduation) পড়ুয়ারা এই স্কলারশিপে পাবে। মাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে। উচ্চমাধ্যমিকে পেতে হবে ৬০ শতাংশ নম্বর। স্নাতকস্তরের যে কোনো শাখায় ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। প্রতি বছর সর্বনিম্ন ১০,০০০ টাকা পাবে পড়ুয়ারা।

ad.jpg