হেলথ ATM! বিরাট সুখবর দিলো মমতার সরকার

রাজ্য সরকার এবার নতুন এবং আরো সহজ পদ্ধতি আনলো স্বাস্থ্য পরিষেবাকে ঘিরে। আসছে হেলথ এটিএম। মমতার সরকার বেঙ্গল কেমিক্যালের সঙ্গে যৌথভাবে এই নতুন পদ্ধতি আনতে চলেছে বাংলার মানুষের স্বার্থে।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata.jpg

নিজস্ব সংবাদদাতা: সরকারি চিকিত্‍সায় (Govt Treatment) এবার আরো নতুনত্বভাবে দেওয়া হবে পরিষেবা। কৃত্রিম বুদ্ধিমত্তার (Aritificial Intelligence) কারণে এবারে পাঁচ মিনিটে ৫৫টি পরীক্ষা বিনামূল্যে (Free of Cost) করাতে পারেন। সুগার, ব্লাড প্রেসার, ইসিজি, লিপিড প্রোফাইল থেকে শুরু করে, চিকুনগুনিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, এমনকি ব্লাড গ্রুপের টেস্ট করানো এখন আরো সহজ। এর জন্য রাজ্য সরকার (State Govt) এবং বেঙ্গল কেমিক্যাল (Bengal Chemical) যৌথভাবে রোগ নির্ণয় এবং রক্ত পরীক্ষার হাইটেক যন্ত্র কাউড ক্লিনিক হেলথ এটিএম (Health ATM) আনছে। এখানে নিজের তথ্যাবলী জানিয়ে দিলে সেই তথ্য নিজের থেকেই রেকর্ড হয়ে যাবে ক্লাউডে। যতবার রোগী পরীক্ষা করাবেন ততবার আগের রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্টের তুলনা করা হয়ে যাবে অনেক সহজ। প্রত্যেকটি রিপোর্ট ইমেল এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে রোগীর কাছে চলে যাবে।

ad.jpg