নিজস্ব সংবাদদাতা: ডিএ (DA) ইস্যুতে সরগরম পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে সরব রাজ্য সরকারি কর্মীরা। এবার রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, রাজ্য সরকার (State Govt) যে ১১৫ শতাংশ কম ডিএ দিচ্ছে, তা নাকি মেনে নিয়েছে নবান্ন। সম্প্রতি রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে তাতে স্পষ্ট যে এখনও পর্যন্ত সর্বভারতীয় মূল্যসূচকের নিরিখে পঞ্চম বেতন কমিশন (Pay Commission) এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত মহার্ঘ্য ভাতার হার হওয়া উচিত ২২১ শতাংশ। ১১৫ শতাংশ কম ডিএ দেওয়া হচ্ছে। মার্চে বাজেট পেশের সময় রাজ্য ডিএ ৩ শতাংশ বাড়িয়েছে।